• Sonaichandi College - Slide
  • Sonaichandi College - Slide
  • Sonaichandi College - Slide
  • Sonaichandi College - Slide

অধ্যক্ষের বাণী


ঐতিহ্যবাহি সোনাইচন্ডী কলেজ ১৯৮৯ সালে এলাকার শিক্ষানুরাগী
ও সূধী জনদের প্রচেষ্ঠায় প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ সাল থেকে
অদ্যবধি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। শিক্ষকদের
আন্তরিক পাঠদান, শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত সাড়া এবং এলাকার
শিক্ষানুরাগী রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় তথা বিভিন্ন পেশাজীবি
ব্যক্তিবর্গের একান্ত প্রচেষ্ঠায় প্রতিষ্ঠানটি প্রানবন্ত হয়ে
উঠেছে। বর্তমান বিশ্বে প্রযুক্তির প্রবল প্রতিযোগিতায় টিকে
থাকতে হলে আমাদের অতি দ্রুত আধনিকায়নের দিকে অগ্রসর
হয়তে হবে। শিক্ষাসেবা পোঁছেদিতে হবে জনগনের দোর গোড়ায়। তার
আলোকে প্রতিষ্ঠানের বোর্ডের যাবতীয় কার্যাদি সম্পাদনে
ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ইতোঃমধ্যে সফল ভাবে শুরু করেছে।

এ কার্যক্রম ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্য অর্জণের
আরো একধাপ অগ্রগতি।
পরি শেষে আমি আশা করছি যে, আমরা যদি সবাই সরকারকে
সহযোগিতা করি তাহলে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন অবশ্যই
স্বর্থক ও ফলপ্রসু হবে।

অধ্যক্ষ
সোনাইচন্ডী কলেজ
নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।